কর যতই বাহাদুরি এই ভবের পরিসরে
একদিন ত আসবে ঠিকি আমারি ঘরে।
জীর্ণ-বস্ত্র-শীর্ণ, পৃথিবীর গৃহ মায়া ছাড়ি
দিবে ত ঠিকি আমার ঘরে জীবন পারি।

বেখেয়াল দুনিয়ার সর্ব কার্য-কৃতি রেখে
বন্ধ করে দুচোখ,অন্ধকার দেখে দেখে,
সোনার ফসল,সোনার মাঠ,সর্ব সমৃদ্ধি
সহায় সম্পদ,আধিপত্য যতই কর বৃদ্ধি
দুমরে যাবে সংসারের বেবাক কারদানি
স্বর্গ বাড়ি,স্বর্গ গাড়ি সবকিছুরই হবে হানি।

স্নেহের দারক, স্নেহের দারিকা,প্রীতির দার,
আদরের ভ্রাতৃ-বহিন,কে তোমার তুমি কার!
এ ভবে আজ তোমার সঙ্গে যত মানুষ,
আসবে যবে মোর ধারে সবি হবে চির ফানুস।

করো রে মন পুণ্য কর্ম,যদিনই টিক এ ভবে-
জীবাত্মা যে অতিথির ন্যায়।
মান্য করিয়া মৌল ধর্ম,একসাথে বাচঁ সবে-
মানব জাতি জুট বায়সের ন্যায়।

পৌছে দাও ক্ষুদার বানী মানবের সমীপে
যাহা পাও তাহাই দাও, রহিবে তুমি তবে
কর তুমি অমর কীর্তি, বাঁচিয়া থাক ভবে
শুভ কর্ম করে তুমি অগাধ এ সংসারে রবে।