নিশি স্বপ্ন ত আসলেই অদ্ভুত এক!
একবার হই উল্লাসী,অন্যবার ব্যথিত!
নিশি কল্পের কত কথা,
একবার আমি হাঁসি অন্যবার পীড়িত!
রাতের স্বপ্ন রাতে দেখি
ঘুম ভাঙ্গিলেই হয় শেষ।
স্বপ্নের বইয়ে কত লেখি
কবিতা,ছন্দও হয় বেশ।
কত জায়গা পাড়ি দেই
বহু কল্প বহু আশা,
ঘুম ভাঙ্গিলেই কিছু নেই
আমি দেখি অমাবস্যা।
আসিয়াছি আমি নবপুরে
কোথা গেছি কোন বিদেশে!
নিদ বিশদে দেখি ওরে,
তন্দ্রা হীনে আছি বসে!
প্রতি রাতেই স্বপ্নপুরে
চলে যাই আমি বহুদুরে!
জিতে গেছি যুদ্ধ করে,
শত্রু হীনে একাই লড়ে!
আকাশেতে উড়ি আমি
পাখির মতো উড়ু হয়ে!
আমি নাকি কল্পকবি,
ছাতায় লোকে কয়ে!
আজকে আমি ধনী হলাম,
কালকে আবার গরীব!
স্বর্ন রতন কুড়িয়ে পেলাম
হয়ে গেলাম হঠাৎ সরব!
প্রতি রাতেই স্বপ্ন দেখি
স্বপ্নের নাই কোনো জ্ঞাপন।
স্বপ্ন পরীর স্বপ্ন দেখি ,
শুধুই আবোল আর তাবোল।