নতুন করে ছুটছি দেখো,
নূতন এক লক্ষ্যে
দুলা মেখে নিকাশ করব
হায়েনাদের চক্ষে।
নব্য নিশায় করছি ভ্রমন
দেশদ্রোহীদের করতে দমন।
অদেশে জন্মে যারা
করছে স্বদেশ ধ্বংস,
মারছে বহু লোক যারা হইয়া নৃশংস।
মোর দেশের জ্ঞানজীবী,
কামার,কুমার,জেলে বিবি,
মোর মা,মোর বোন,লাখ ভ্রাতাদের ছবি-
নিয়ে করছে খেলা।
শোষে রক্ত
প্রতি নক্ত,
আর প্রত্যহ বেলা।
করিব রোধ আছ তাদেরি মেলা।
চল মোর সাথে তুমি করোনা হেলা
আন মোর লাশ তুমি,মরে গেলে যাতনায়
এদিকে ওদিকে বুকফাটা বেদনায়
কাঁদে কত জননী,কত শত বাবা
লেগেছে তার খোকার বুকে
                     ঘাতকের থাবা।
নগরের পথে পথে,প্রত্যহ চারিদিকে
                লহু মাখা তরু বুকে,
পড়ে আছে শত ভাই,মরে দুখে দুখে।
সইছেনা বুকে আর তাদের জুলুম
আমিও যাই, মরিব তাই
দিন যায়,ক্ষন যায় রাত যায় নির্ঘুম।
তাদের তাড়িতে প্রাণ ধরেছি বাজি
না তেরে তাদের মোরা মরিছি লাজি
তাইতো আমি বেগে ছুটেছি আজি।

মোর চলার পথে,
যখন কেহ প্রশ্ন করে;
কেন এলে এ পথে?
পরে যাবে মহাবিপদে,
ফিরে যাও আগের রতে;
উত্তরে বলি,
বলে হাসতে হাসতে চলি,
আমি এক মহা নির্ভীক শের
ভয় ত পাইনা অশুভ শক্তিদের।

এ দুনিয়ার শত বিপদ,
মোর পিছে যত ঝুকি,
      হইনা দেখে কভু ভয়ে ভীত।
তারিয়ে দেই যত আপদ,
নির্ভয়ে তার সামন রুখি,
      মোর প্রাণে এটাই বড় হিত।

ভেঙে দেই আমি কঠিন শিলা
থামিয়ে দেই বিজলী বালা,
রুখবে তোমায় দুহাত আমার
হুঁশিয়ার হও,আমি ফিরছি আবার।