বয়স আর কত হইবে,আটার বছর দুমাস প্রায়
বহুত কিছু লেখার সাধ্য এখনো আমার হয়নি,
কিন্তু এ বয়সে জানিয়াছি রবীন্দ্রের সাহিত্য প্রনয়-
পড়িয়াছি নজরুলের গাঁথা, নারকতা সে সয়নি।
শুনিয়াছি নজরুলের অমর করা নির্ভীক সে কথা
পদ্যের লয়ে পীড়কদের তিনি করিয়াছেন পরাভূত।
দ্বীন কায়েমের যুদ্ধে বহুজনের গিয়াছে কাটি মাথা
মোহাম্মদকে জেনেছি তিনি হয়েছেন ক্ষত বিক্ষত।

জসীমের পল্লির প্রেম,হর্ষ করিয়াছে মোর চিত্ত
গরীব দুঃখীর মনেতে গান্ধীজী রহিয়াছেন নিত্য।
মাত্র বারোতে সিংহাসনে সওয়ার হইয়া বাবর-
রাখিয়াছে দৃঢ় মর্যাদা-মান তার বাদশাহ বাবার।
শুনিয়াছি অবাক করা সেই ব্রুসের সফলতা
জানিয়াছি আমি দুখির আপন সেই প্রীতিলতা।
মধূসুদন তার সনেটের রাজা হইয়া স্থান লইয়াছে
সাহিত্যে; এভাবে অমর কীর্তি করিয়া মহাজন-
         মহাকবি আমরন ভবে জেগে রইয়াছে।

এসবই সম্ভব হইয়াছে কেবল আত্মশক্তির বলে,
চেষ্টা, ব্যর্থতা আর প্রচেষ্টা এই তিনের পরে,
মনশক্তি বৃদ্ধি করিয়া আসিয়া জয়ের ছায়াতলে
চলিয়া কেউ বা বিশ্বের পথে পথে ভিখারির ছলে
রইয়াছেন ভবে অমর হয়ে মানবের আত্মারামে।
মহামানবের শিষ্য হইয়া চলিতে চাই তাদের পানে
তাহারা যে পথে চলিয়াছে,সে পথের পথিক হইয়া
আগন্তুক হইব আমি,শক্তিবল শিক্ষাঙ্গনে লইয়া।