কর না রে মন কভু বড়াই,
ক্ষুদার দেয়া তোমার ঐশ্বর্য লয়ে
নিশ্চুপ থাক সর্ব লয়ে এ ধরায়
তোমার যত শত ধন যত দৌলত
শোভনে তুমি করেছ নিজকে মালত
সোনার প্রাচীর সোনার নিলয়
সব রেখে শুন্য হবে তোমার আলয়।

বলো না মন প্রখর স্বরে,
তুমি নির্ধন আমি মস্ত আঢ্য খর
রহিবে মোর আঢ্যতা সারা আয়ু ভর
ভাবিছ তবে ভুল,সর্ব দৌলত হবে লয়
রহিবে না সব, হবে সময়ে ক্ষয়।

পৌষ মাঘে যেথায় বালি হাসে
হেসে হেসে পথের লোকেরে নাশে
শ্রাবনে সেথায় কাদা কেঁদে ভাসে
বালি তখন কাদা হয়ে কেঁদে কেঁদে বলে
ওরে উত্তপ্ত মন ভোগিও না জন
তোমার অশুভ বালি বলের ছলে।

সংশয় নাই বিন্দু,
গড় সম্পদ সিন্ধু,
ফুরাবে তোমার কাল অশুভ বালির নীঢ়,
কাঁদবে সব হারিয়ে,কাঁদবে চক্ষু-শির।
কাঁদবে তুমি অবক্ষয়ে প্রত্যহ দিবা
ফুরাবে কাল,হারাবেই তোমার বেলা
তাই,করো না মন কভু কাউকে হেলা।

বালি কিবা কাদা জমুক পথ ভরে
সবি চির দুর্ভোগ তুচ্ছ জনের তরে
নাহও তুমি বালির নীঢ় নাহও তুমি কাদা
দিও না জনকে কভু হাঁটতে বাধা।
হও তুমি স্বভাবী সর্বশান্ত সর্বক্ষনে
বাঁধিবে না কাউকে,স্বীকার কর প্রানপণে।