স্বপ্নের শহর দেবিদ্বার,
প্রাণের শহর দেবিদ্বার,
বিধাতা তার নিজহস্তে খুলেছে সেথা সুখের দোয়ার,
এই শহরে সদাই থাকে অণুঘটিত সুখের জোয়ার।
ওরে ভাই যে যাই করি আমরা সবে,মুখটি জুড়ে সবার হাসি,
মানবতার তরে আমরা বিলাইরে প্রান,মনুষ্যালয় ভালবাসি,
মানবের তরে পৌছাই মোরা বাণী সব বিধাতার,
সমন্বিত হয়ে করি সব অন্যায়ের প্রতিকার,
অন্যায় সইব নারে আর,
প্রানের শহর দেবিদ্বার।
এখানে সুখের জোয়ারে নিশ্চিহ্ন সকল প্রানের শোক,
উজ্জিবিত করি সব মানুষকে, আশায় বাধি বুক,
বাস্তবতার মোকাবিলা করি মোরা সে যতই কঠিন হোক,
বিশ্ববাসীকে চিনাব মোরা নতুন রুপী সব সুখ।
বইয়ে দেব হাওয়ায় আজি সে সুখেরই জোয়ার,
আমরা স্বপ্নের শহরবাসী অামাদের স্বপ্নের শহর দেবিদ্বার।