অমন করে ভরদুপুরে;ওরে আর কি হবে দেখা,
অমন করে আর কভূ কি;আসবি রে তুই একা?
ঘোমটাহীন তোর খোলা চুলে;মাতাল হাওয়ায় হেলে দোলে,
ওড়না টাও হয়নি আনা, ফেলে এসেছিস মনের ভূলে।
নির্ঘাত পাগলী নাম দিয়ে দেবে,যদি দেখে কেউ তোর এলোমেলো চুল,
ওরা কি জানে! তুই দেখতে আমায় হয়ে আছিস ব্যাকুল?
উন্মাদনার নাম ভসলবাসা, এভাবে হবে কি আর আসা?
আশা যদি হয় নিরাশা,মিথ্যে যদি হয় ভালবাসা?বলি;-জীবন মানেই অপূর্ণতা,তাই মেটে না সকল আশা,
জীবন চলার বাঁকে বাঁকে,সুখ-দুখ সবই থাকে,
একই রঙ একই তূলিতে; কেহ সুখ কেহ দুঃখ আঁকে।
এমনি করে রোজ বিকেলে;ওরে,দেখবো কি তুর উচ্ছাসিত হাসি,
হাতটি ধরে ঘোমটাপরে,বলবি কি ভালবাসি?
অপরাহ্ণে ঝিলের ধাড়ে;আর শোনবি কি লোককাথা,
নাকি অন্যকে নিয়ে বাঁধবি ঘর,আমায় করে দিয়ে পর,
হয়ে যাবি কি জীবন ডাইরীর ছেড়া কোন পাতা
ভালবাসার নীল ডাইরির সাদা হবে কি পাতা?
এমনি করে রাত্রিকালে ;আসবি কি কানন ধারে,
মুগ্ধ আমি ডুবে যাবো ;সুগন্ধি ঘনস্বারে, তোর বদনের বাহারে,
রয়ে'সয়ে তুই লাজে ঢাকা মুখে দিয়ে যাবি রোমহর্ষণ,
দুজনার দেহ মন দুটি দুজনারে সপিয়া হবে প্রেমের আরোহণ,
প্রেমালাপ মানে পাগলামি ;ভালবাসার উচ্ছলন,
চলে যাবে প্রিয়া, মানে না যে হিয়া;উদ্বেজিত হয় মন,
সংকুল মনে জপি শুধু,যদি দেখা নাহয় এক রাত্রি,
আমি হারিয়ে যেনো যাই অজানায়,হয়ে যাই গঙ্গাযাত্রী।