একুশ মানে নয় বিভীষিকাময়,
নয় সে কোন বিরহপীড়িত স্মৃতিচারণ বুকভাঙ্গা যন্ত্রণার।
একুশ মানে নয় শোকগীতি মুখে স্মৃতিচারণ ভাই হারাবার,
একুশ মানে বুলেট বুকে বিদ্রোহাচরণ বাংলার আপামর জনতার,
রক্তকোষে আগুনজ্বলা শোষকের ভয়াল অত্যাচার।
নেই ভয়, গেলে যাক প্রাণ;গেয়েছে বিজয়ের গান,
অকুতোভয় জাতি দুষমনকে বজ্রকন্ঠে বলেছে হুশিয়ার।
একুশ মানে শুরু যেখানে বীর বাঙালি চেতনার,
একুশ মানে এক নতুন সূর্য,যেখানে শুরু স্বাধীন বাঙালি ভাবনার।
প্রভাতফেরিতে ফুল হাতে প্রকাশন করা বাঙালিয়ানার,
একুশ মানে ভাইহারা গান,
একুশ আমার অহংকার,
আমার বাংলা মায়ের অলংকার।