ভাল যদি বাসো তবেঁ ;থাকো কেন দূরহি,
এসো কাছে, কাছে এসো;এসো ওগো ঘরহি।
ভাল যদি বাসো তবেঁ ;বলো কেন থাকো চুপ?
মনখোলে কথা বলো;পাছে লোকে যাই বলুক।
ভাল যদি বাসো তবে;থাকো কেন লুকিয়ে?
জাগে সংশয় ওরে ভয় হয়,গেলে বুঝি হারিয়ে।
ভাল বাসে সে মনে মনে;মুখে কভু বলেনা,
এত দ্বিধা, সংকোচ নিয়ে ;কিভাবে বাঁচে ললনা?
ভাল যদি বাসো তবেঁ ;প্রাণ খোলে হাঁসো,
ভালমন্দ যার যার চোখে, তুমি নিজের মতো বাঁচো।
অবাক প্রিয়া, তুমি বল ভালবাসি;তবু যেন বাসোনা,
ভালবেসে কাছে এসে হাত ধরে বসো না;
একবার প্রাণখোলে হাঁসো না।
ভাল ভাসে সে নিরালায়,লোকালয়ে বাসে না,
আড়চোখে দেখে যায়,যেন আমি কোনোএক অচেনা।
দোহাই ওগো লজ্জিতা; নতশিরে আড়চোখে,
লালচে ঐ লজ্জাবতী মুখে,আর তুমি ডেকো না।
ভীতু প্রিয়া, তার মনন ডুবে আছে ভয়ে,
দ্বিধা, সংকোচ, ভয়ডর নিয়ে কেউ ভালবেসো না।