হলে হোক ছাই,আমি নেব তাই।
সোনা ভেবে কি আর কেউ স্বপ্ন দেখে?
একই চিত্র নানাজন,নানান রঙে আঁকে,
যারযার মনের রঙে আঁকে,স্বপ্নরূপ দিতে থাকে।
জগজ্জন বুঝুক জগতের মারপ্যাঁচ,
স্বপ্নবাজেরা স্বপ্ন নিয়েই থাকে।

হলে হোক সে মিথ্যে, কি হলো তা'তে,
আমি যে তাহারি মাঝে সুখ পাই।
তোর মাথায় কেন আকাশ ভাঙে?
কেন তুই শোকেজর্জর?উত্তর নাই,শেষও নাই।

সামাজিকতা না বুঝে সমাজপন্থী,হয়েছেন সমাজপতি!
তাদেরি হাঁতে চলছে সমাজবাদ আর সমাজশাসন।
বাঙালিজাতির মুখে অবক্ষয়ের প্রলাপ শোভাকর বলি তাই,
যতরকম হাঁসি হাঁসুক ওরা,জানি সুখ আসলেই নাই,
অচিন পাখিরগান সুখ ভাবে ওরা,সুখ পাখি চিনে নাই।
শান্তিরক্ষক অধর্ম আজ ধর্মের ছিটেফোঁটা আর নাই,
হে সমাজসেবক তোর এই সমাজনীতি ধ্বংসের বাকি আর বেশি নাই,
ধ্বংসস্তুপ থেকেই বাঙালিজাতির নব সূচনা চাই।