তখন তুই ছোট ছিলি,
সারাটাদিন শুধু হৈ-চৈ আর ভেসে বেড়াতিস বাউন্ডেলে হাওয়ায়,
নাওয়া খাওয়া সবই ভূলে যেতি,
তোর মনযে ছিল দুলনাতে দোল খাওয়ায়।
সারাটাদিন ঘুরে ফিরে,
ব্যাস্ত আমি তোর মন যোগাতে,
পেছন পেছন ঘুরে বেড়াতাম পুরো বাড়ি-মহল্লা,
আজ তো বড্ড ভালই আছিস আমায় ভূলে একেলা।
প্রশ্নের ভীড় ছিল তুর পুরো মাথা জুড়ে,
আমি উত্তরের পর উত্তর দিতাম ক্লান্তিহীন,
সে অবুঝ খোকাটা আজ বড় হয়ে গেছে,
কটা টাকা দিয়েই তাই শোধরাচ্ছে ঋণ।
কুশলাদি বিনিময় হচ্ছে সে রোজ'ই,
অথচ একসাথে বসিনি, কে জানে সে কতদিন?
খোকা আমার সবইতো আমি তুকেই দিয়েছি,
তার বিনিময়েও কি তুই দিবি না আমায় ১টা দিন?
নাইবা পারলি দিতে পুরোদিন,হবে কি কয়েক ঘন্টা,
তুকে দেখব আর জমানো কিছু কথা বলব,
স্বস্তি যদি পায় তাতে মনটা!!
খোকা দিবি না বল অন্তত দুটা ঘন্টা?