অনেককিছু হয়নি বলা,
হবে কি বলা?
ভেবে নাহি পাই,
যদি শেষ হয় বেলা
ধ্বংস হয় রঙ্গমেলা,
দারগা যদি হেচকা টেনে বলে সময় আর নাই।
নিয়তি আমার হস্তেগড়া খেলা,
যেথা দেখব শুধু হেলা আর হেলা,
দেখবো হেলায় গড়িয়েছে কত্ত বেলা,
আমি যে হবো অসহায়,
সেদিন করবো কি আমি হায়,
ইন্দ্রালয়ের দরজা কোথায়,
কোথায় তারে পাই?
অনেকসময় বলেছি অনেক কথা,
মুখে নয় চোখের ভাষায়,
অনেককিছু তুমি বুঝতে চাওনি,
আজ কেনো করো হায়, হায়,
তোমার নিয়তির তুমিই ধারক, বাহক,
আমি সত্যিই নিরুপায়।
অনেকবার বুঝিয়েছি নানান ভাষায়,
অনেককাল ছিলেম অপেক্ষিত বুঝবে আশায়,
বোঝনি সেদিন আজ কর হরি হরি,
কাঁদছ কেনো পায়ে ধরি?
বুঝতে যদি সেদিন!
থাকতে ঠিকই ইন্দ্রালয়ে,আমার পাশে হাঁতটি ধরি।
নিয়তি তোমার,তুমিই গড়েছ,
আমি অসহায় কিই বা করি।