আজ কিছু বলব না;-
তোমার মতো একটিবেলা আমিও নাহয় হলেম নিশ্চুপ,
খোলা আকাশের নীচে বসে হুরপরী আর আমি;-
এবেলা শুধু চোখে চোখেই কথা হোক।
আজ কিছুসময় কেটে যাক নীরবতায়,
শুধুই দেখবো সারাদিন,
তোমার দৃষ্টির মায়ায় আজ বন্দি হবো,
তোমার রঙেই হবো রঙিন।
এক মানুষের একটাই মন;আমার বেলায় দুই,
অর্ধেক তার আমি করি নিয়ন্ত্রণ, বাকি অর্ধেক তুই,
এবেলা হোক শুধু প্রাণখোলা হাঁসি,দুজনা দুজনারে ভালবাসি,
মনের রঙে রঙিন হয়ে,দুজনার ইচ্ছাগুলো ছুই।
কিংবা হারিয়ে যাই কোনো দুরদেশে;যেখানে রবো শুধু মোরা দুজন,
যতো কাছে আসো তুমি আরো কাছে পেতে চায় মন।
এবেলা নাহয় রঙিন স্বপ্নময়ী করে গড়ি নতুন এক ভূবন,
ভালবেসে নাহয় একটিবার রঙ্গচিঙ্গা হলেম দুজন।