তোমার মুখটি জুড়ে হাসি
আমি অবাক হয়ে তাকিয়ে থাকি,  
আর  বাজাই বাঁশি,
ভালবাসি, ভালবাসি            
তোমার মুখের হাসি।
    
আমি যখন বাঁশি বাঁজাই, তোমার মুখে থাকে হাসির প্রলয়,
বাজাই বাঁশি থামিনা আর,ভয় হয়,
যদি তোমার মুখের হাসি থেমে একপশলা মেঘ জমা হয়!
তবে,পালিয়ে যাবে, এ মনের সুখ রাশি রাশি,
নীরবে তাই বাজাই বাঁশি,
ভালবাসি, ভালবাসি।

তোমার অধর পল্লব যখন সুখে কাপে,
এই বুকেতে কাঁপন জাগে,
ইচ্ছে করে এক্ষণি করি অধর সুধা পান,
আমার সুরে সুরে করি আমি তোমারি  গুণগান,
আমি তোমার লাগি বাজাই বাঁশি,
ভালবাসি, ভালবাসি,
তোমার মুখের হাসি।