অকার্য'ই যেন আদর্শ আজি,সৎকার্যের অকুলান,
অতিষ্ঠ পাপীয়সীর পাপাচারে,মিথ্যাচারী'ই মহান।
যে সমাজে মানবগোষ্ঠী নহে অকলুষিত;সব হৃদয় অকরুণ,
তহিঁ মিথ্যাই যেন অন্ধের-ষষ্ঠী, মিথ্যে নিয়েই আছে দারুণ।
আজি সত্য যেন পঙ্কজ, মিথ্যাচারী পঙ্কজিনী,
নিজেরা আমরা নিষ্ঠুর করে গড়েছি নিজেদের ধরণী।
সত্যাপন আজ নয় নিষ্কণ্টক ;বরং তঁহি যেন আজ অকু,
নড়বড়ে প্রজন্মের ভীট,মিথ্যে তাদেরি সাঁকো।
মনুষ্যত্ব আজি বিলুপ্তপ্রায়, মানবতা অন্যায়ে'ই সঙ্কোচন,
সংক্রমিত ন্যায়;শুনি অন্যায়াচারীর কীর্তন।
সত্যের রবি সে ডুবেছে কবেই;জেগেছে পাপীদের পক্ষচর,
জাতি হেরে গেছে আজি মিথ্যার কাছে, ক্ষম করো হে ইশ্বর।