কবিতা,
সে মিশে আছে আমার হৃদয়ের'ই স্বন্দনে,
জানি কবে,কখন জড়িয়ে গেছি তার সাথে অদ্ভুত এই বন্ধনে!!
আমি যখন নিদ্রারত কবিতা আমায় জাগিয়ে দেয়,
ক্লান্তিকর প্রতিটা মুহুর্তে সে আমায় চেতনা দেয়,
উদাসী মনেজাগা উদ্ভট খেয়াল ঝেরে ফেলে দিয়ে আমায় নতুন প্রেরণা দেয়,
প্রচন্ড শোকার্ত হই যদি আমি সেইতো আমায় ভরসা দেয়।
শত দুখের দিনে হাজারো সুখের বাণী দেয়,
পরাজিত যদি হয়েই যাই কভূ, সহায় যদি না থাকেন প্রভূ, সেই আমার গ্লাণী মুছে দেয়,
সুগম দুর্গম ভেদ করে মানবতার বাণী দেয়,
আমায় সত্য মানব চিনিয়ে দেয়,
সারা পৃথিবী যদিও আমায় ভাবে পর,আমি দুখে কভু হইনি কাতর,
কেননা কবিতা আমায় ঠিকই আপন করে নেয়।
আবার নতুন করে জাগিয়ে দেয়, জয়ের বাণী শুনিয়ে দেয়,নতুন কিছু ভাবনা দেয়,
আমি তাকে দেইনা কিছুই, শুধু একটু সে সময় নেয়!
বিনিময়ে সে যে আমায় নিঃস্বার্থ ভালবাসা দেয়,
এভাবেই তো কেটে যাচ্ছে আমার আর কবিতার দিন,
আমি কেমন করে শোধরাই কবিতার ঋণ,
কবিতার সূচনালগ্ন জানা নেই, নেই তার উপসংহার,
যুগোপযোগী কবিতাদি চেনাল যুগের সংসার,
কবিতাচক্রে কতই কবি নিজেরে করিল উজাড়,
মানবতা যদিওবা থাকে আজ তার সার্থকতা সে কবিতার।