কে আছেরে আত্নহারা!
ধর্ম-বর্ন- গোত্রভিৎ ছাড়া,
প্রেমের টানে আজ ঘরহারা,
ঘুরিয়া ফিরিয়া দেখিয়া ধরা,
আজ ক্লান্ত ক্ষান্ত আর অসহায়,
প্রেমের নদে ডুব দিয়ে আজ প্রেম শিখব আয়।
কে আছিস অমন হতভাগা,
দ্বার ছেড়েছিস প্রেমিকার! প্রেমহীনতার শোকে।
ফিরে এসেছিস আবার,বারেবার শতরুপে।
প্রেমের তরীর পাল তুলিয়া,
জাত-কুলের সব ভূলিয়া,
প্রেমিকারে যে ভাসিয়েছিস কোন মহাসুখে,
কোন স্বর্গসুখে?
চিনিয়েছিস সুখ শতরুপে?
এমন কি কোন প্রেমিক আছিস রে ভাই!
আমি যে প্রেম শিখতে চাই।