সাজিয়া গুজিয়া বসে কন্যা,
এই বুঝি এলো বর!!
কাজী সাহেব এসে করবে দেনমোহর ধার্য্য,
বর-কনে তাতে দেবে জীবনের স্মরণীয় সাক্ষর।
কাল পর্যন্ত যার ছায়াও দেখেনি সেই হবে আজ আপন,
হবে স্বপ্নের বর।
অতঃপর,
কন্যাদান হল । বাবার হাত থেকে কন্যাকে বুঝিয়া লইয়া ছুটিছে বর,
উৎসাহের সাথে অপেক্ষমান ফুলশয্যার বাসর,
কন্যা আজ হতে তুই দাসীপ্রথার'ই একজন,
আর তোর স্বপ্নগুলোর আজ রোজ হাসর।
নিজের পাঁজর ভাঙ্গিয়া বাঁধবি তুই পরের ঘর,
চারদেয়ালে বন্দি তোর স্বপ্ন সবি জাতকূলহীন যাযাবার,
সোয়ামীপক্ষ'ই আপন হবে তোর ত্রিভূবনের সবই পর,
অত শত দায়বদ্ধতা তাতে কভূ সুখী হয় কারো ঘর??
বাংলার অধিপতিগণ এবার এই নিয়মের বদল কর,
যার খুশি তারই জানা, স্বইচ্ছাতেই হোক সব ঘর,
মিলিয়া মিশিয়া সবে এক হইয়া তবেইতো হয় সুখের ঘর।