ডাগর তার আখি,গোলাপী ঠোটযোগল,
তারি উপর তিল আকা,যেন মায়ার উপর মায়া মাখা,
মাঝখানে বেকে যাওয়া পাতলা চিবুক,
তিলমাত্র ভূল না করিয়া কারিগর গড়িল শিল্প এক অপরুপ,
চোখ ধাধানো রুপবতী তার রুপে যেন মায়ার বন্যা!!
স্বর্গীয় কোন সুখ যেন দিয়েছ ওগো স্বর্গের রাজকন্যা।
যতবারই দেখেছি সে চোখে,
যেন তীক্ষ্ন দৃষ্টির মায়াজালে আটকে যাই!!
চলার ছন্দ যদিবা দেখি?
মনে হয় কোন অজানা ভূবনে হারাই!!
তার মুগ্ধকর হাসিতে,
স্বপ্নের সিড়ি একে একে বেয়ে যেন স্বর্গে পৌছাই।
মাঝরাতে ঘুমের ঘুরেও দেখি তারে,
আর অস্পষ্ট স্বরে বলে যাই,
ওহে মায়াবতী, ওহে রুপবতী,গুনবতী আমি তোমাকেই চাই।