রাত বাড়তে থাকে,
অনন্তের বুকে ভাসতে থাকে সময়
খেয়া।
সব নিস্তব্ধ।
রাস্তাঘাটের দুই একটা কুকুর/শিয়াল
আর আমি ছাড়া
বোধহয় আর কেও জেগে নেই
আজ আমার কাজ ই ওদের সঙ্গ দেয়া।
শুধু আমি, হ্যা শুধুই আমি
জেগে আছি তোমার অপেক্ষায়।
তুমি ঘুম পাড়িয়ে দেবে বলে
আমাকে তোমার সেই ঘুম
পাড়ানি গান শোনাবে বলে
তুমি কি বুঝতে পারছ আমাকে?
তুমি কি এত দুরত্ব কে ভেদ করে অনুভব
করতে পারছ আমায়?
আস না, ঘুম পাড়িয়ে দাও; ঠিক আগের
মত করে
গাও না একবার সেই ঘুম
পাড়ানি গান
আমি কাঁদব আজ।
কি করি বলত, আমার কি আছে করবার?
আমার যে একটা তীব্র ঘুমের অতিব
দরকার।