আমি বর্ণান্ধ ।
     তাই ভালবাসার রং টাকে, আমি ঠিক বুঝি না ।
আমার নাসিকাদ্বয়,
     গন্ধ গ্রহণে অনিচ্ছুক ।
            তাই ভালবাসার গন্ধটাকে, আমি খুঁজি না ।
আমার কর্ণদ্বয় নিস্ক্রিয় ।
      তাই ভালবাসার হাহাকার, আমাকে স্পর্শ করতে পারে না ।
আমার কণ্ঠনালী বন্ধ ।
      তাই নিজের অজান্তেও সে কখনও, ভালবসি বলে চিৎকার ছাড়ে না ।
আমার জিহব্বা লালা থেকে বিচ্ছিন্ন ।
      সেখান থেকে লালা বিচ্ছুরিত হয় না ।
            তাই ভালবাসার মিষ্টি স্বাদটাকে আমি কখনও টের পাই না ।
আমার ত্বক অজানা এক কুষ্ঠ রোগের নির্বাক সঙ্গী ।
      তাই ভালবাসার স্পর্শ সে কখনও অনুভুত করে না ।
আমার পদদ্বয় ক্লান্ত, পরিশ্রান্ত ।
      তাই ভালবাসার দুর্বার সীমারেখা পেরোবার সাহস সে রাখে না ।
আমার হস্তদ্বয় অনড়, অসাড় ।
      তাই ভালবেসে কাওকে আঁকড়ে ধরার ক্ষমতা সে রাখে না ।
কিন্তু মনটা, সে যে বড়ই চঞ্চল ।
      নিজের অজান্তেই মনের ঘরটাকে সে সুন্দর করে সাজায় ।
একটা গোল টেবিল , দুপাশে দুটো চেয়ার
      সব সাজিয়ে রাখে, মুখোমুখি বসবে তোমার
বারবার দরজার দিকে তাকায়, অপেক্ষা তোমার কড়া নাড়বার ।
তাকে বারবার বোঝাই, এ যে অরণ্য রোদন
কিন্তু সে যে পাগল মন
      উল্টো আমাকেই বুঝিয়ে দেয় ।
            তুমি আসবে, মনের ভাষা যে তুমি বোঝ
তার ডাকে সাড়া দিয়ে তুমি অবশ্যই আসবে
হ্যা তুমি আসবে, তুমি আসবে ।