ঝড় আসবে ঝড়।
সমস্ত সন্ধার অন্ধকার ছিঁড়ে
শতাব্দীর অভিশাপে
গুজরাটের ভূমিকম্পের মতো
আকাশ গর্জনে কেঁপে উঠবে শহর।
ইসরাফিলের ফুৎকারে
আবহাওয়া অফিসের সিগনাল টাওয়ার
ভেঙে পড়বে
স্ফীতোদের বস্তির উপর
উড়ে যাবে বোধের আঙিনা
পড়ে থাকবে ঈশ্বরদ্বেষী-
পাপ-ঈর্ষা-চৈতন্যের ইবলিশ।
ইতিহাস- জ্ঞানীদের পাঠশালা
বোররাক গতিতে বিদ্যুৎফণা
লুত জাতির দাম্ভিক খিলান
গুড়িয়ে দেয় বুলডোজার হাওয়া
জিবরাইলে ডানার আগুনে ভস্ম করে
মানুষের পৈশাচিক লোভের আর্তনাদ
সত্যান্বেষি রোলারে পিষ্ট হয়
জেহেল রাজার রাজত্ব।
বাস্তব রূঢ়ই হয়
ঝড় আসলো ঝড়
হঠাৎ-বিদ্যুৎথাম উল্টে যায়
চারআনার জন্য অন্ধকার গিলে খায় পৃথিবী
আর সময়ের প্রান্ত ছুঁয়ে
ফ্যাশন শো মডেল হাঁটার ছন্দ ভুলে বলে-
‘প্রভু, স্কাটের রক্ত মুছে গেলে দু’রাকাত নামাজ...’
তখন বেহুলার রূপে-মঞ্চে জিয়ুসের আদিম ঝড় ওঠে
জলোচ্ছ্বাসে
নিঃশ্বাসে
চিৎকারে
হারিয়ে যায় নন্দন ও নান্দনিকতার পদচিহ্ন।
আর
নাস্তিকতার প্রেসক্রিপশন ছিঁড়ে
কসেরুকার ভাঁজে ভাঁজে
সেজদায় লুটিয়ে পড়ে সমস্ত প্রাচীন গাছ।