আবার এসেছে দূ:খ গুলো
দল বেধে মিছিল করে
হাতে হাত ধরে
আবার এসেছে বুঝি কষ্ট গুলো
নীল বেদনার নামাবলী দিয়ে গায়ে
গলায় গলায় কণ্ঠ মিলিয়ে বেদনার
মসীর্য়া গেয়ে গেয়ে
ভয়ার্ত রাতের বিভিষিকার ছোবল
দিতে মনে করিয়ে
সেদিনের ক্ষতবিক্ষত জন্ম ভুমি
জণ্ম ভুমির লাশ
পতাকা মানচিত্র পোড়ানো দুমড়ানো
পিতার পবিত্র লহুতে রঞ্জিত
অাসমুদ্র হীমাচল
সে সব করে দিতে স্মরণ এসেছে আগষ্ট
এসেছে পৃথিবীর সর্বকালের নিষ্ঠুরতম
মহাধ্বংসের নিশান বহনকারি
পাশব দানব শক্তিকে করেদিতেপরিচয়
যদিও হাসছে অট্রহাসি তারা লুকিয়ে
নতুন মুখসে ঢেকে মুখ
হত্যা যজ্ঞের রথীমহারথীরথীদে আস্তিন
জনকের রক্তে আজও ভেজা
নিমর্ম করুন শব্দ পিশাচের উল্লাসে
তারা মাথা উঁচুকরে দাড়ায়
থাকে ওৎপেতে
সেই ভয়াল রাতের মাস
নাহ! নিমর্ম নিষ্ঠুর আগষ্ট মাস
তুমি ফিরে যাও ফিরে যাও
এসোনা এই মুজিবের বাংলায়
আর কোনো দিন
অাগষ্ট তুমি ফিরে যাও
তোমাকে চাই না স্মরন করতে শুধু কেবল
পিতার রক্তের সাথে করতে বেইমানী
তোমার নাম আর করতে চাই না উচ্চারণ
তুমি যে এক কলঙ্কিত অভিসপ্ত মাস
শুধু এই মাসের নাম হোক
জয় বাংলা জয় বঙ্গবন্ধু
জয় হোক মুজিবের জয় হোক পিতার
জয় হোক তার সৃষ্টির
অম্লান অমর অক্ষয় অব্যয়
শেখ মুজিবুর রহমান
আগষ্ট তুমি ফিরে যাও
এই মাসের নাম হোক শোকে ভেজা
বাঙালির শোকাতুর কান্নার মাস
কাঁদো বাঙালি কাঁদো
জয় বাংলা জয় বাংলা
জয় বঙ্গবন্ধু বলে করো বিলাপ ।