ভোরের আকাশে আজ কোন নাটকিয়তা নেই
তবু ভায়োলিন বাদক করুণসুর বাজিয়ে চলেছে..।
দূর থেকে ভেসে আসে বজ্রকন্ঠস্বর
শক্তচোয়াল থেকে নিঃসৃত একএ কটা কবিতা পঙ্ক্তি।
তিনি হেঁটে গেলে সবুজ ঘাস,আকাশ ,বাতাস কেমন সরগরম হয়
অবারিতভাবে চঞ্চল হয়ে উঠে !
তাঁর তর্জনিতে শত্রুর বুক কাঁপে
তিনি যা বলতেন গোগ্রাসে গিলত জনমানব
তাঁর কপাল হল জাতির পিতা
চওড়া বুকে কত খনি সাহস
এই পোড়া ভিটেমাটিতে এই জমিতে,নদীতে সর্বময়নামী একজনই
---বঙ্গবন্ধু।
এক জীবিত বঙ্গবন্ধুর চেয়ে
মৃত বঙ্গবন্ধু আরো,আরো অধিক দৃঢ়চেতা,সাহসী,সীমানাহীন আদর্শিক...............।।।
হুমায়ুন আহমেদ স্মরণে
http://www.bangla-kobita.com/shopnilshishir/post20140812012911/