হেটে চলেছি একা,
প্রখর জোছনা আলোকের নিচে কংকর পথে,
মায়াবী এক জগত যেন সামনে এসে দাঁড়ায়,
রুপালী ঝলমল আলোয় চেনা জগত অচেনা হয়ে যায়, মাঝে মাঝে আবার, বাশঁঝাড়ের ঝিকিমিকি আলোয় পথেরা আড়াল হয়,
আর আমি তাদের সাথে,
একাত্বতা নিয়ে হেটে যাই,
রাস্তার কোনে কংক্রিট এর পুলে এসে দাঁড়াই,
ইকারাসের ডানার মতই দু’হাত প্রসারিত করে,
তাকিয়ে থাকি, অবাক জোছনার দিকে,
একটু তাকিয়ে দেখি,
চারিপাশে অথৈজলে ঝলমল করেছে
আকাশের চাঁদের মতই আরেকটি চাঁদ,
মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকি,
সেই দিকে,
সেদিকে ছড়িয়ে আছে অবাক,
‘জল জোছনা’
লেখালেখির একাল সেকাল - http://www.bangla-kobita.com/shopnilshishir/post20140810015620/