যখন তুমি আসবে দেশে
বিমান থেকে নামবে ধ্বরায়,
দাড়িয়ে থাকতে তোমায় দেখে
বিমান বন্দরের মূল দরজায়।

ছুটে যাবো তোমার কাছে
জড়িয়ে তোমায় নিতে বুকে,
খোদার ভয়ে থমকে যাবো
পারবো নাতো ছুঁতে তোমায়।

কোন অধিকারে ছোঁব আমি?
ছুঁলেই হবে "যিনাহ" জানি!
পারবো নাতো বলতে কিছুই
কষ্ট পেয়ে কাঁদবো শুধুই।

দেখে আমার চোখের পানি
খুশীই হবে তুমি জানি,
বলবে নাতো কোনই কথা
পাগল হয়ে ফিরবো আমি।

মনকে আমি বোঝাই শত
আর রাখিসনা আশা এত,
আসবে নাতো সে কোনদিন
মরবি কত আর তুই প্রতিদিন?


© কপিরাইট সংরক্ষিত ®