কবিতা কবিতা কবিতা! আমার কখনো ভালো লাগতো না কবিতা
ছোট বেলায় পরীক্ষায় পাশের জন্য জোর করেই গিলতে হতো কবিতা!
অজস্র কবিতা গিলতাম আর ভাবতাম কেন লিখে মানুষ এই কবিতা?
যার বাস্তব কোন অস্তিত্ব নেই, নেই কোন উদ্দেশ্য তার নাম কবিতা!
ভবিষ্যতে যা লাগবেনা কোন কাজেও তাহলে কেন পড়বো বল কবিতা?
.
স্কুল কলেজ শেষ করে ভাবলাম যাক বাবা এই কবিতা পড়ার শাস্তি থেকে
মুক্তি পাওয়া গেল, এখন আর যাই পড়ি না কেন পড়তে হবেনা কবিতা!
কিন্তু আমাকে নিজের মায়া জাল থেকে মুক্তি দিতে চায়না এই কবিতা
শেষ পর্যন্ত ভালো লাগলো এমন মানুষকে যার নাকি লিখার অভ্যাস কবিতা!
ও মোর খোদা এখন আমি যাই কোথা? আবার সেই গিলতে হবে কবিতা?
.
যদিও সে লিখেনি কোনদিন আমায় নিয়ে বা আমার জন্য কোন কবিতা,
আর না সে কোনদিন জোর করেছে পড়ার জন্য তার কবিতা।
সে তো আমায় পাগল করে অল্প কিছুদিন পরেই হারিয়ে গেল অজানায়,
তবুও ভালবাসা বলে কথা! আমার জন্য কিছু লিখলো কিনা তার কবিতায়
জানার জন্যই অধীর আগ্রহ নিয়ে আজও পড়ে চলেছি তার সমস্ত কবিতা।
.
তার লিখার মাঝে আমার অস্তিত্ব খুঁজতে খুঁজতে আজ আমি অস্তিত্বহীন
নিজেকে হারালাম তার কবিতার মাঝে, পড়ে গেলাম আমি কবিতার প্রেমে!
কি আশ্চর্য! রাতে আমার ঘুম আসে না, না পেলে তার কবিতা একদিন!
তার কবিতা পড়তে পড়তে দু এক কলম লিখতে শুরু করলাম আমিও,
সুধু তার তরে যে কোনদিন লিখেনি আমায় নিয়ে কবিতার একটি লাইনও!
.
এইসব লিখালিখি আমার কাজ নয় লিখতে চাইনা আমি আর কবিতা,
ক্ষমা কর আমায় মুক্তি দাও আমায় তোমার মায়া জাল থেকে কবিতা।
.

© কপিরাইট সংরক্ষিত ®