আজ থেকে আমি আমার দশ বছর আগের জীবনে ফিরে যাচ্ছি
যেখানে ছিলোনা কোন স্মার্টফোন ছিলোনা ইন্টারনেট সংযোগ
ছিলোনা ফেইসবুক, ভাইবার, হোয়াটস্যাপ, ইমো, স্কাইপ,
যেখানে ছিলোনা আমার লেখালেখির কোন প্রয়োজন
ছিলোনা কবিতার পাতায় লেখা প্রকাশের আয়োজন।
ছিলোনা অনিক আর তানভীর নামের প্রতারক দুটি মানুষ
যারা এসেছিলো আমায় নিয়ে খেলে তাদের মনের ক্ষুধা মিটাতে,
জানলাম পরে এ দুটিই তাদের ছদ্ম নাম, আসল নাম অন্যকিছু!
জেনেছি আমি সব সত্য-ই, ধীরে ধীরে তাদের বাস্তবতাও
আজ থেকে আবার সবকিছু পেছনে ফেলে যাচ্ছি আমি।
থাকবেনা সাথে ফেইসবুক, ভাইবার, হোয়াটস্যাপ, ইমো, স্কাইপ
থাকবেনা কোন প্রিয়জন, থাকবেনা কোন বন্ধু নামের কলঙ্ক!
নিয়ে অভিমান শুরু করবো আবার সবকিছু শূন্য হাতে
যেখানে থাকবেনা পুরুষের কোন স্থান আমার অগ্রে-পশ্চাতে।
যাবো এগিয়ে শুধুই নিজের নিঃসঙ্গতাকে সঙ্গে নিয়ে আবার
দেখিনা একটু আর কত কঠিন হতে পারে এই জীবন আমার!
তবে থাকলোনা আর ছেলেদের প্রতি কোন সম্মান আজ
আমার চোখে ঘৃণিত পুরুষ জাতি, ধিক্কার শুধুই ধিক্কারের তাজ।
© কপিরাইট সংরক্ষিত ®
(নোট: বন্ধুরা হয়তো আর আসবোনা কবিতার পাতাতেও, দোআ রাখবেন জীবন যুদ্ধে যেন হেরে না যাই।)