তাও জানি ক্যানো ভাল্লাগেনা।
আমার জন্যে কেউ জেগে নেই রাত!
সিগারেটের ধোঁয়া আমাকে প্রশ্ন করে,
"সন্ধি, এইভাবেই চলবে কি দিন?"
আমাকে ক্ষমা করবে না টুনটুনি।
ডেকে যাবে মনের ভেতর সকাল দুপুর!
উলটে পালটে খাবি খেয়ে যাব
সে থেকে যাবে দূর বহুদূর!
এখন নাকে ন্যাপথলিনের ঘ্রাণ,
জানালার গ্রিলে মুখ চেপে আকাশ দেখি।
ইচ্ছে করে গলে গলে যাই,
বের হয়ে যাই এই খাঁচা ফুড়ে।
এবড়ো থেবড়ো পৃথিবীর বুকে
আমার জন্যে কেউ পাতে নি আসন।
আমার জন্যে কেউ পরে নি কাঁকন,
অভিমানে ইচ্ছে করে যাই মরে!
অভিমানের গান - সন্ধি মুহিদ
আগস্ট ২০১৪