পারবো না হতে আমি রোমিও,
কিন্তু তোমার জন্য আমি কবি হতে পারি।
গুচ্ছের কবিতা তোমার পায়ে ফেলতে পারি,
উৎসর্গ করতে পারি আমার কবিতার খাতা!
তবুও যদি তুমি আমার এ অবুঝ মনের মূল্য না দিলে,
তবে আমি কোথায় যাই বলো তো?
আমার অনাশ্রয়ের দেশে তুমি আমার এক মাত্র ঠিকানা,
যেখানে আমার মন একটু শীতল পরশ খুঁজে পায়-
ভালোবাসার...
শিহরণের...
দ্যাখো তোমার জন্য
অকারণ আমি কবিতা লিখতে পারি!
সেই কবিতার কোনও পেটেন্ট
আমি দাবি করবো না-
আস্তাকুড়ে ছুঁড়ে ফেলতে পারো সে কবিতার মালা,
তবু পরম মমতায় তোমার পানে চেয়ে থাকব অনন্ত কাল...
২০১১