যার কেউ নাই তার আল্লা থাকে।
আমার আল্লা ছিল না,
আমার ছিলা তুমি।

তোমারে আমি দেবী ডাকি নাই।
পূজা দেই নাই কোনোদিন।

পূজা না দিলেও মানুষ দেবতারে
মনে মনে স্বীকার করে।
সুখে দুঃখে স্মরণ করে,
নয়নে নয়নে রাখে।

দেবতা যদি কাউরে ত্যাগ করে,
ত্যাজ্য করে, তার ক্যামন লাগবে?
তুমি চইলা যাওয়ার পর
আমার ঠিক তেমনি লাগতেছে।

মিরপুর
১৫-০৮-২০
সন্ধি মুহিদ