ভেঙে পড়ে যাচ্ছে এক একটা খোলস
খসে যাচ্ছে জীবনের পলেস্তরা।
রাস্তার মোড়ে চায়ের কাপে ডুবে মরে যাচ্ছি।
কমলা রঙের একটু সমর্থন জিইয়ে রেখেছে আমাকে।
আমার দিকে হাত বাড়িয়েছ, হাত ধরে রেখো।
আমি নইলে পা ফসকে পড়ে যাবো।
আঘাত পাবো পূর্বেকার ক্ষতস্থানে।
বুদ্ধির গোড়ায় ধোঁয়া দিয়ে আর চলছে না।
আমার নিঃসঙ্গ ঠোঁটে নিঃসঙ্কোচে ভিক্ষে চাইছি সঙ্গ।
ভীষণ অসহায় আমি ছিলাম, আছি এখনো।
বুকের ভেতর উঁকি মেরে কেউ দেখে নি।
তুমিও দেখবে না হয়তো।
তোমার পায়ের পোড়া দাগ দেখা যায়।
আমার হৃদয়ের পোড়া দাগ দেখা যায় না।
দেখতে চাইলে বুকের ভেতরে উঁকি দিতে হবে।
হাত ধরে এগিয়ে এসো, দ্যাখো,
মিডল মিডিয়াস্টিনামে কী ভয়াবহ হাহাকার!