এই মন কোনদিন খুঁজতে চায়নি তোমাকে
বুঝতে চায়নি কারও অবুঝ মন,
ছুতে চায়নি কারও শীতল দুটি চোঁখের পাতা
দেখতে চায়নি কারও সুখের গভীরতা,
এমনকি;
মানতেও চায়নি কারও আবেগী ভালবাসা।
এই মন সব সময় নিজেকে নিয়েই ভেবেছে
ভেবেছে জীবনের অতীত নিয়ে,
খুঁজেছে এ'মন কষ্টের কারণ
ছুতে চেয়েছে অশান্ত মনের শিশির।
জানতে চেয়েছে কোথায় দুঃখের মরণ!
শুনতে চেয়েছে মন যন্ত্রণার গভীর হাহাকার
দেখতে চেয়েছে মন অসহণীয় বেদনার নীল রং,
অবশেষে;
মানতে চেয়েছে অনিয়মে গড়া এ জীবন।
তবে এ'মন আজ সবকিছু থেকে কেমন যেন আলাদা
ভাবছেনা জীবনের অতীত নিয়ে
মানতে চাইছেনা জীবনের অনিয়মকে,
এ'মন আজ খুঁজে ফিরছে এক ফোটা সুখ
ভূলে যেতে চাইছে সব বেদনার চেনা মুখ!
কিন্তু এও'কী সম্ভব?
আমার জীবনে কী কখনও সুখ আসবে,
এই মন'কী কখনও আশার মোহণায় ভাসবে?
কিছুই বুঝতে পারছিনা!
জানিনা,
আমার সুখ পাখিটা কোথায় বসত করে!
তবে;
মাঝে মাঝে হৃৎপিন্ডটা কেঁদে বলে উঠে
হয়তো সুখ মরণে,
নয়তো'বা সুখ তোমাতে!!