মনটা ভালো নেই
সাথে ভেতরটাও,
শরীরটাও তেমন ভালো যাচ্ছে না
সমস্ত স্বত্বা থর থর করে কাঁপছে,
সব মিলিয়ে এক অসহ্য যন্ত্রণা
হৃৎপিন্ডটা কাপিয়ে তুলছে,
সবকিছুই বয়ে চলেছি
তবে শইতে ভীষণ কষ্ট হচ্ছে।
থেমে থেমে চোখের কোণ বেয়ে
অজান্তেই জ্বল ঝড়ে যাচ্ছে,
বুঝতে পারছি তখন
যখন চোখের কোণ খসখসে হয়ে ওঠে,
হাত পা গুলোও কেমন যেনো পাথর
ইচ্ছে হলেই নাড়াতে পারছি না,
নিঃশ্বাসটা কেমন যেনো ছোটো হয়ে আছে
যেনো তার সময়কাল ফুরিয়ে এসেছে!
চোখ দুটো রক্তিম লাল হয়ে আছে
ভীষণ পুরছে যেনো আগুন জ্বলছে,
আত্মবোধের অস্তিত্বটা
গুমরে কেঁদে মরছে,
স্বান্তনার বাঁধগুলো অস্তিত্বহীণ
সুখের সবটাই হয়ে গেছে বিলীন,
বেঁচে আছি করছি ঠাহর
তবুও যেনো নিরব পাথর!