অভাগা আমারে মনে করিয়া
অহর্ণিশী তোমার বুক পিঞ্জরে;
যখনই বিষাদের বৈষম্য বাজিবে,
বুঝিবে তখন মোর বিরহী আত্মা
বসত পাতিয়াছে তোমারই বুক পিঞ্জরে।
বিষাদ ক্ষণে সাঝের আকাশ
রক্তবর্ণ রং ধারণ করিয়া;
যখনই দাউদাউ করিয়া জ্বলিবে,
জানিবে তখন মোর বিষাদী আত্মা
চিতার অনলে দগ্ধ হইতেছে পুড়ে।
দগ্ধ ক্ষণে পূবের আকাশ
রংধনু সাত রং লইয়া;
যখনই সাজিবে আপন মনে,
বুঝিবে তখন মোর দগ্ধিত আত্মা
অজস্র তাড়ণার যাতণায় রাঙা হইয়াছে।
তাড়ণার ক্ষণে দখিনা আকাশ
তাহার বুকে কালিমা মাখিয়া;
যখনই ঝড় ঝড়াইয়া ঝড়িবে,
বুঝিবে তখন মোর তাড়িত আত্মা
বুক কাঁদিয়া ভাসাইছে নিরব অভিসারে।
কান্না ক্ষণে মাঝ রাততিরে
দুর আকাশে পূর্ণিমা চাঁদ;
যখনই জ্যোঁৎস্না মেলিয়া জাগিবে,
বুঝিবে তখন মোর আঁধারী আত্মা
একরাশ বেদনা লইয়া তোমাতেই ডুবিয়াছে।