মায়ার রেশমি প্রেম মাড়িয়ে দিনে দিনে
রোদের বুকে ভালোবাসা খুঁজে পেয়েছ তুমি
নিভু আলোয় দুহাতে কুঁড়িয়ে নিয়েছ বেঁচে থাকার প্রাণ ফল
নিরুত্তাপ এ মাংসের গন্ধে ভালোবাসার সুখ অভীপ্সা তোমার অপার
হে তন্ত্রিনী ! বলো তোমার এমন উদগ্র কামনার মন্ত্র সূত্র
নিষ্প্রাণ এমন বিথারে কি করে ফুটালে স্বর্গের ফুল তিলে তিলে ?
অনিবার আমি ছুটে যাই নির্নিমেষ তোমার পানে,মুগ্ধ তানে !
আয়ুতে কাঁটা ললাট চিরদিন,তবু ফুটতে চাই গোলাপ হয়ে তোমাতে
বিদীর্ণ আশার জমিনের ঘ্রাণ ভালোবেসে তুমি তুলে নাও দুহাতে
হৃদহীন পাথরের পাপড়ি তোমার ছোঁয়ায় হয়ে যাক সুখ নিরন্তর
তপ্ত রোদের নিঃশ্বাসের অতল রন্ধে রন্ধে ছড়িয়ে যাক হিম শীতল
তোমার স্পর্শের মাদকতায় এ তপ্ত প্রান্তরে ফুটুক লক্ষ তামাশার ফুল
আমি শিখতে চাই ভালোবাসার এমন মন্ত্রণা যুগ যুগ ধরে ।