আমার সাম্রাজ্য নেই,নেই রাজ প্রাসাদ
রাজ মুকুট হীন এই রাজার তবু তুমিই রানী ।
সহস্র স্বর্ণমুদ্রায় নয় অমূল্য ভালোবাসার বিনিময়ে -
পেয়েছি তোমার তুমিকে আমার প্রেম রাজ্যে,
তোমাকে অলঙ্কারের ব্রতে যুদ্ধ হয় কবিতায়
শব্দ ও অক্ষর সৈনিকেরা সদা প্রস্তুত তাই
উপমার শীর্ষদেশ দেয় কুর্নিশ তোমায় সাজাতে
হে প্রেম প্রজ্ঞাময়ী,তুমিই রাজ্যধিপতি এ রাজ্যসীমায়
এ রূপ কথার রাজ্যে এক পৃথিবী প্রেম দিলাম তোমায়
স্বপ্নিল অসংখ্য কবিতার রাত উৎসর্গ তোমার চরণে
আমার এ আরধ্য হোক ধন্য মহীয়সী তোমাতে
অক্ষর ফুল সুবাস ছন্দবদ্ধ হোক তোমার রূপে
তুমি হয়ে থাকো ধরণীর উপমার ঐশ্বর্যময়ী
আমার রাজ্যের রূপকথার মহীয়সী নারী ।