হাজার পরীক্ষার জাক্কুম গিলে ক্লান্ত পরিশ্রান্ত তবু
ভরসার আশ্রয় আমি জানি,তুমিই যথেষ্ট
পৃথিবী ভুলে সব, যেখানে আমি হই তুষ্ট,
খোদা ! তোমার প্রার্থনায় ।
মিথ্যে মায়ার স্বজন প্রীতি,অস্থির অম্লবোধে ঘিরে আছে চারিধার
এ মাটির সংসারে অসত্যের সামিয়ানায় ঢেকে আছে সিংহ পরিবার
এ রক্তচুষক উঠোনে কি আছে তোমার দয়া বিনা ?
চেয়ে আছি তোমার পানে,তোমার ভিক্ষা ঘ্রাণে
শ্বাস নেবো কিছু,ঈমান সূর্য আলোয়, সে শুধু অন্তর জানে
খোদা ! তোমার প্রার্থনায় ।
এ জগৎসংসারে আমার সাধ ও ইচ্ছেরা বড়ই সংখ্যালঘু
এ ক্ষুদ্র প্রাণ আয়তনের চেয়ে সয়েছে ঢের বেশী
তোমার কৃপায়,সহ্যের সীমানা বাড়িয়ে নিয়েছি অসহ্যের গলা টিপে
সকল ভুলে সঁপেছি আপন তোমারই সমীপে
খোদা ! তোমার প্রার্থনায় ।
এই যাচাই গারদে কে আছে ভ্রান্তিতে পথ দেখাবার ?
বিশ্বাসের দুর্ভিক্ষে আমি তোমারই আলো খুঁজি বারবার
ধরাধামের অভিধান পড়ে আমি জেনেছি পাওয়ার দাম
বিশ্বাসের রজ্জুয়ে ঈমানের বক্ষবন্ধনী হোক চিরো অটুট
বাকী সব মিথ্যে,নেই সুখ নেই নাম,নত হই বিনয়ে
খোদা ! তোমার প্রার্থনায় ।
প্রহর থেকে প্রহরের ছুটে চলি চিন্তার শত ছায়া পথ,এভাবেই
অসীম সীমানার দৈর্ঘ্যে পৌঁছে যাবো শুদ্ধ অন্তর নিয়ে তোমার প্রান্তে
সন্ধিলীলা মাঠে শুরু হবে দেনা পাওনা,এ কাঁচ ঘর ভুলে
ক্ষমা করো হে মহা প্রাণ,তোমারই হৃদয় খুলে
ইতি প্রান্তের আগে নাম ডেকে ডেকে শেষ যাত্রায় তোমারই প্রার্থনায়
খোদা ! তুমি আছো ।