বিশ্বাসের বীজ বুনে রামাদানের সুগন্ধি গগণে
আমি দুহাত মেলেছি বিধাতা তোমার পানে !
খাদ্য ভুলে,তৃষ্ণা করে তুচ্ছ অতি
সংযম নিয়ে সম্ভ্রম-হীন মিনতি !
তোমার হৃদয় দোয়ার খোলা,জান্নাতের হাতছানি,
ভরে দাও মোর এই দুটি হাত,মুছে দাও সব গ্লানি !
তাবৎ রসদ মরীচিকা শুধু তুমি হীনা সব শূন্য
তোমার ক্ষমা যদি না মেলে চিরদিনই অবসন্ন
আপন ভুবনে তিলতিল জমে সীমাহীন করি পাপ
ভ্রমের রাজ্যে ভ্রান্ত হয়ে ভ্রান্তির পরিতাপ !
আত্মারে করো শুদ্ধ আমার অটুট ঈমান দানে
ক্ষমার গুনে করো ক্ষমা বারেবার,জ্যোতি দাও এই পাণে!
দুই জাহানে কে আছে আর শুনবে আমার কথা
ভরসায় তাই তোমাকেই চাই খোদা তুমি পরমতা ।
শোক স্নাত মনে চাওয়া হে খোদা এতোটুকু চাই
তোমার বিভূতি ক্ষমা ভিক্ষায় আখিরাত যেন পাই ।