পিঞ্জর
সূর্য সজীব
কোথায় পালাবে তুমি ?
ভালোবেসে বিদায় বলতে নেই
সুখ অথবা দুঃখই হোক
হৃদপিণ্ডের শীতল মহাসাগরে
এখনো ঢের বাকী আমাদের দীপ্ত স্নান
প্রস্থান মানেই কি শেষ হয়ে যাওয়া ?
ভুল ভেবেছও তুমি ।
ভালোবাসা, আশার জমিনে প্রতিনিয়ত রক্তে ছেটায় কীটনাশক
খুব অজান্তে অমর করে কিছু স্বপ্নের চারাগাছ ,
দুজনার ছায়া তলে,খুব সন্তর্পণে,
এক একটি শিকড় জন্ম দেয় অজস্র সুখ অথবা দুঃখ অণু
এমন ভালোবাসার শস্য ইচ্ছের বিনাশন অপারগ সকলেই
তুমিও তার ব্যতিক্রম নয় নিশ্চয়ই ?
বিলাসিতা নয়,বরং অদৃশ্য কোন বাধ্য তাগিদে
বন্ধনের সুতোয় রং দেয় দুটি মন,
সম্পর্কের পাঁজরে নিরবচ্ছিন্ন দ্বিধাহীন আদরে
আবদ্ধ এখন আমরা দুজনেই ,
এমন পিঞ্জিরার বাঁধন গুলো বড় বেশি দৃঢ়,বড় নিশ্চুপ অটুট ,
তাই তো বলছি তোমায়,কোথায় পালাবে তুমি ?
আমি হীনা তিমির এক একটি নীরব রাত
উপহার দেবে সহস্র বিভাবর প্রহর,তোমার পরিশ্রান্ত পৃথিবীতে
দেবেনা নিস্তার সুখ মৌন প্রান্তরে,কোন ভাবেই,
তোমাতে জন্ম নেবে দ্বৈত স্বত্বা আর তার গগন জুড়ে
ভাবনার মেঘ ছড়াবে অব্যক্ত স্মৃতির কুয়াসা,
মস্তিষ্কের রন্ধে রন্ধে,তাজা আকুতির গন্ধে
তুমি ছুটে যাবে সেই ফেলে আসা জমিনে
যেথা শস্যের প্রাণ বীজের কণায় কণায় লুকীয়ে আছে
তোমার বহু লালিত ভালোবাসা
বাধ্য তুমি বলবেই-
আর কোথা ও যাওয়ার নেই আমার
কোথাও যেতে নেই আমার ।