ও হে মোর সুখের ঐশ্বর্যশালিনী
আমি বহুদূর পথ হেটে এসেছি,নিরন্ন কবি হয়ে
কই, তুমি এখনো এলে-না তো !
পলাশ রাঙা ভোরে দুজনে হাতে হাত রেখে চলবো বলেছিলে
মেঠো পথ, আর সবুজের বুকে চিহ্ন একে একে
ভিজবো দুজনে অমরত্বের বর্ষায়
এ বিষাদ শুষ্ক মরা ঘাসে ফুটবে রাঙ্গা ফুল
তুমি বলেছিলে, তুমি কথা দিয়েছিলে
আমার আশার সূর্যমুখী হয়ে স্বপ্নে দুলেছিলে
ওহে অভিমানী মোমের পুতুল আমার
হৃদয়ের দ্বার খুলো দেখো একবার,আমি এসেছি,
শত ক্যক্টাস কাঁটা পায়ে গলীয়ে
তুচ্ছ করেছি ধরাধামের পিছুটান যত
ঊষার রানী,অভিমানী একবার, শুধু একবার কথা রাখো
চেয়ে দেখো আমার হরেক অপ্রাপ্তির যত গ্লানি
অমোঘ নিয়মের সুখ অসুখের বিচ্ছেদ ভুলে
তোমারেই মেনেছি অতুলে
চেয়ে তো দেখো একবার সর্বস্ব ভুলে
আমি এসেছি কথা রেখেছি ভালোবাসার
তুমি এসো, সেই শিরীষ গাছের তলে ।