এ শ্রাবণের দোহায়,কাছে এসো
সিক্ত তৃষ্ণার আকুল পাথারে
ডুবে যাই স্বর্গীয় অতলের লোভে,
এ বসন্তের শ্রাবণ বাসন্তী রং লীলায়
উজ্জীবিত হোক কিছু নিথর ইচ্ছে কাব্য
শ্রাবণের ধারায় একটু একটু করে
আমরা মিশে যাই আকণ্ঠ নেশার পেয়ালায়
দোহায় তোমার কাছে এসো,নিরবিচ্ছিন্ন প্রণয়ে
এ সূর্য ম্লান শীতল বৈকালে তুমি শুধুই আমার
সময় ভুলে অহর্নিশ কাল চলুক আমাদের আদরের বন্যা
এমন মেঘলা রোদ্দুর,গা ভেজাই অর্জনের উত্তাপে
কিছু ইতিহাস জন্মাক নতুন প্রেম বিভোর আদলে
পারি দেই আজ, সুখের একশ তেপান্তর মাঠ
পলাশ ও পাপিয়ার এইতো মিল এই তো ভালোবাসা
এইতো আমাদের শ্রাবণ ভালোবাসা ।