নদী ঐ তপ্ত আকাশ ছুঁয়েছে যতবার
পুড়েছে নিঃশব্দ অনল শ্রাবণে
নদীর বুকে সন্ধ্যাউনুন সোনালী দোলাচল
ঢেউ বসন্তে উর্বর বাহুডোর
আকাশ চেয়েছে মিসে যেতে তার বুকে,
জলেশ্বরে জলতরঙ্গ খেলায় আকাশ নদীর
নিরুপম নিকষিত প্রেম,হেরে গেছে বারবার
নিদারুণ নিঘাদ খুনসুটি সয়ে সারা বেলা ।
অস্থির দিবস-যামী গগনে,একি হাহাকার মাতম নিরবধি
ক্ষরণ ব্যাথাময় শ্রতে এক ফালি চাঁদের চাপা ক্রন্দন
নদীর বুক জুড়ে মাঝরাতে,একাকীত্বের শ্মশানে এখনো
আকাশ আঁকে চন্দ্রবিন্দু টিপ, তবুও
তারা থেকে যায় পাশাপাশি চিরদিন চিরচেনা হয়ে
খুব আপন, খুব দূরের বন্ধু, শত অপারগ বিনয়ে ।