স্বপ্ন ফাঁদে আটকে গেছো নিজেই, হন্যে পাখি !
ভেবনা খালি হাতে ফিরে যাবে
প্রেম মারিজয়ানার নেশা,এতো কি সহজ ভেবেছ ?
অতলে ডুববে যত,পাবে রহস্য,পাবে মরীচিকার মরুভূমি ক্ষত
তাই তো বলি,খালি হাতে ফিরে যেতে দেবো না তোমায় আর
কিছু যদি না ই দিতে পারি,পরম মায়ায় দেবো একশটি দীর্ঘ রাত,
তার পর,তুমি হবে আমারই মত এক পরিনতিহীন ভিক্ষুক কবি,
সুখ থেকেও সহস্র যোজন দূরে,যেথা অনিদ্রার প্রহসন খেলা করে
রাতের কফিন বিছানায়,সেইখানে তুমি খুঁজে পাবে তোমার তুমি-কে
খুঁজে পাবে, আমার মন দীঘির কৃষ্ণ ভ্রমর আত্মা খানি
বহু লালিত একাকীত্বের মরা উঠোনে তুমি খুঁজে পাবে-
আমার দেয়া সেই অমূল্য নিদ-হীন গল্প গুলো
শোন ! হে আমার প্রেম ভুখ মানবী !
খালি হাতে ফিরে যেতে দেবো না তোমায়, এমন করে ।
সূর্য ছুঁয়েছে দাহ,তুমি ছুঁয়েছ তার ব্যথা
ও হে শোন ! এতো তরা করতে নেই
তোমার রিক্ত বাসনা হৃদয়ে কিছু তো পূর্ণ হোক -
যা আমার যক্ষের ধন,যা তুমি চেয়েছিলে লালসায়-
অতি আহ্লাদে,আদরে রাখবে বলে,
নিদ্রাহীন প্রতিটি ক্যালেন্ডারের পাতা,শূন্য বিছানা,অলস ঘড়ি,
প্রহসনে গল্পে ঘেরা অচেনা পাণ্ডুলিপি সব,সব নিয়ে যাও আজ
আমি যে অপার হয়ে বসে আছি বহু কাল,বহু উদার চিত্ত হাত বাড়িয়ে
শূন্য হাতে ফিরে যেতে দেবনা তোমায়,তোলপাড় বিরহে মেতে
এভাবে ফিরে যেতে নেই ।