গুছিয়ে রাখো তোমার রূপের সংসার একটু একটু করে,আমি আসছি
চুলের বেণী,চোখের কাজল,হাতের চুড়ি,পায়ের রক্ত আলতা রং,সব কিছু
শ্বাস ধরে রাখো শ্বাসে,আমি বসবো তোমার পাসে,আলতো করে সযত্নে
তুলে রাখো তোমার মায়া ঘুম ভোরের স্নিগ্ধ শিশির ঝরা ভাবনার ধারায় ,
ভালোবাসা ঘেরা চোরা চাহনি,মুচকি হাসির কমল আভায় উন্মুখ ঠোঁট
আদরের চুলচেরা হিসেবের সকল ধার-দেনা, সব মিটিয়ে দেবো কড়ায়গণ্ডায়
আঁধারের প্রচ্ছদে নিঃশব্দ খুঁড়ে বের হবে হাজার জোনাকি দ্বিপ রাত্রির কোলে
শত রঙ অনুভবের স্ফুলিঙ্গ ঝর্না ধারায় আমি দেখবো শুধু তোমাকে চেয়ে চেয়ে
প্রেম সঙ্গম হৃদয়ের মোহনায় তুমি জল পরি আমার সকল জনমের সাধনা চিত্তের
সখা আমার,গুছিয়ে রাখো তোমার তুমি কে একটু একটু করে, আমি আসছি ।