তোমার আমার সুখ চেতনায় আঁকা সব জল রঙ ছবি গুলো
এখন শুধুই বিবশ রজনীর বিষণ্ণ পত্রের পরাজিত ব্যঙ্গ চিত্র
তবু,অলসরঙ্গা ক্লান্ত প্রহরে মরমীর বালিশে ক্লান্ত মাথা রেখে
আজও চোখ বুলই অলিখিত অন্তর বিরহের মৌন উপন্যাসে,
আদুরে লালিত স্বপ্নের ছানা গুলো উপোষ থেকে থেকে মৃত প্রায়
যা ছিলো অতি সাধারণ চার চোখের অথচ ভালোবাসায় পরিপূর্ণ,
বেঁচে থাকার ভস্ম জমিনে থিতু হয়ে যাওয়া কাকতাড়ুয়ার এই দেহে
আছে শুধুই দীর্ঘশ্বাসের ধারাপাত নেই অন্তিম যবনিকার নীল পর্দা
তোমার ফেলে যাওয়া পরবশের বৃত্তে বন্দী এই দীর্ঘায়ু জীবন-
বার্ধক্যের তর্জনী তোলে শরীরে,আমি মেনে নেই সব তোমার মায়ায়
কি করে ফেলে যাবো স্মৃতির অঘ্রায়ণে ভরা মৌসুম ফসল ফেলে ?
এমন ধারাপাত গুনে গুনে ফেকাসে হয়ে যাওয়া অনুভূতির পাতায়-
শ্বাস ভরি,বেঁচে রই মুকুলের সাধ নিয়ে চিরকাল চির অমলিন এমন চিত্তে ।