চির সত্য পরম্পরা সূত্রে সকলেই পরিযায়ী,অথচ
ধরণীর খড়কুটো যেন অতুলনীয় ঐশ্বর্য তোমার ভাবনায়,
মনুষ্য দেহই যেথা লীন, তুচ্ছ অতীব এখানে, সেথা-
কি ভেবে মাতে মন,এতোটা ধন্য হউ মরীচিকার মঞ্চে ?
বিশ্বজোড়া খ্যাতি,আর সম্মুখে শেষ বিশ্রামের দিন অবধারিত
চিরসত্য শৈথিল্য বিছানায় সাথে যায় কি একটিও সখের ফুল ?
ক্ষুধার উপাত্ত,অর্চক,আরাধ্য সকল পিছে পরে রয় অনাদরে
আর তুমি শুধুই বাধ্য শিশু এক,নিষ্প্রাণ প্রদীপহীন ঘরে
তার পর বোঝাপড়া,অসীমের সীমানায় অনন্ত অবধি
তুমিই জানো তোমার অর্জন,জানো তোমার অগ্রের পরিণতি।
এবার ভেবে বলো, তো তুমি কি স্থায়ী,নাকি শুধুই পরিযায়ী ?