আমি সাধ বাড়িয়ে আছি সেই তোমাতে,সেই আমি
তুমি ব্যথার অন্তিমে আমাকে স্মরণ কোরো
দুঃখ সব সুখ হয়ে যাবে।
আমার বহু লালিত্য প্রেম স্মরণের ছোঁয়ায়
মিলনাকাঙ্ক্ষাকে পূর্ণ প্রাপ্তিতে দেবে সুখ,অহর্নিশ প্রহরে,
তুমি শুধু মিলিয়ে নিও ।
আমি সাধ বাড়িয়ে আছি
তুমি অধিকারে আত্মসাৎ করো আমার সকল চাওয়া গুলো নির্দ্বিধায়
হিমেলের সরস প্রভাতে শিশিরের কণায় অসংখ্য মুক্ত বিন্দু
অভিবাদন জানাবে তোমার চরণ স্পর্শে
যেথা বাগানে আমি রেখেছি আমার বিলাসী ফুল সাজিয়ে
অমলিন সাজে নিক্বণ প্রতিশ্রুতির ঝঙ্কারে তোমারই তরে।
আমি অসাধ্যের দেয়াল ভেদেও,আকাঙ্ক্ষার হাত বাড়িয়ে আছি
শুভ্র পারাবতের সফেদ ডানায় তোমার অনুরক্ত ইচ্ছে গুলো
তুমি পাঠাবে নিটোল শিল্পের কারুকাজে রঙিন চিঠিতে
আমি নত হই প্রেমো প্রজ্ঞায়,সগৌরবে আমার আমিত্ব নিয়ে -
হে চারু বিজয়া প্রেয়সী আমার শুধুই তোমাতেই,
আমি আমরণ সাধ বাড়িয়ে আছি ।