জীবনের ভাঁজে আশার ন্যপথলিন গুঁজে
সযত্নে অঙ্কিত করি বৈরাগ্য মনের শ্লোক,
সময় জলীয়,দেশালাই জ্বালে পলতে পলতে তার,
মর্মান্তিক চেতনার ঢাল বেয়ে বোয়ে যায়
জটিল বেদনার অনাকাঙ্ক্ষিত তরল, দিনে দিনে-
জমাট বাঁধে স্বপ্নের ভস্ম লাল কুন্ডুলী, তবু
আমি নিঃস্ব হৃদয়ে চেপে ধরি বিশ্ব তরবারি
বাঁচার আশায়,সভ্যতার ক্ষততে ঢালি স্যভলন
দাঁতাল আধারে নিরন্তর ঘুরে চিন্তার চর্কি
কংক্রিট যোগ বিয়োগের খাতায় কষি অংক
প্রতি রাতে,পৃথিবীর অবজ্ঞার ডাস্টবিনে জন্ম নেয়-
আমার বুভুক্ষু জেরক্স কপি ।
আমি সব ভুলে কান পেতে রই ইথারে
কেউ একজন বলবে, এবার বাঁচো প্রাণ খুলে ।