তোমার সর্বস্ব মমতা খোদাই কোরে রেখেছি
সমস্ত অন্তর অস্তিত্ব জুড়ে
তুমি এলেই জানবে।
প্রশস্ত তোমার ভালোবাসার সীমা হীন জমিনে
খুটে খাই তোমারই নীরব মায়া,
সৃষ্টিকর্তার দারে, নত-হই বারে বারে
সুপ্রসন্ন ভাগ্যে মেলে এমন ছায়া ।
অসংখ্য শৈবাল, ভালোবাসায় জন্মে আছে
তোমার মায়ার দিঘির কোল ঘেঁষে
সে জলে মিটে তৃষ্ণা, দুঃখ খরা কবলে,
বহুদূর ব্যবধানে নিজেকে ছুঁড়ে দিয়ে বাধ্যতার খাঁচায়
মা এমন ভাবেই তার শাবক বাঁচায়
শোনো ! মায়ামৃগ !
তোমার শাবক গুলো অনেক বড় আজ
তোমার ভালোবাসার উত্তাপে,
শুষে নিয়ে তোমার তিল তিল ভালোবাসা
স্বস্তির পরশ উঠনে আস্তীর্ণ হৃদয় পিদিম জ্বেলে
সেই হারানো তরুণিমা সতেজ ভালোবাসায়
ঠাই দাঁড়িয়ে থাকবে,তোমার ফেরার পথে
তুমি নির্ভরের হাত রেখো তাদের কাঁধে
অক্ষম তবু, কিছুটা শোধ হোক ভালোবাসার
কিছুটা মায়া প্রতিভাত হোক তোমার তরে ।